বারাসত : বারাসত এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ইছা হক সর্দারের ছেলে মহাম্মদ নিজামুল্লাহর নাম রয়েছে এসএসসির অযোগ্য তালিকায়।
এই নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে তরজা। ইছা হক সর্দার জানিয়েছেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এই নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন বিরোধীরা।
উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শনিবারই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এ বার সেই তালিকায় জুড়ল আরও দুই নাম। ফলে প্রাথমিক ভাবে তালিকায় ১৮০৪ জনের নাম থাকলেও এ বার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০৬-এ। মধ্যরাতের পরে আরও দু’জনের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়— রোশেনারা বেগম এবং সঞ্চিতা দাস। ফলে আরও সংখ্যা বাড়ল ‘দাগি অযোগ্য’ শিক্ষকদের।

