নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: পানাগড় স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত ট্রেন। তা থেকে ওঠানামা করছেন যাত্রীরা। সরস্বতী পুজোর দিন সকাল থেকে সন্ধে পানাগড় স্টেশনের সামনেই বন্দে ভারত ট্রেন দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। এটা সত্যি না হলেও হুবহু পানাগড় স্টেশনে দাঁড়িয়ে থাকা বন্দে ভারত ট্রেনের থিম বানিয়ে পানাগড়ের মানুষের নজর কেড়েছে কাঁকসার মাধবমাঠের শিবাজি সংঘ ক্লাব।
এবছর সরস্বতী পুজোর থিমের অভিনব চিন্তাভাবনা ক্লাবের সদস্যদের। আর এবছর তাদের এই পুজোর থিম দেখতে শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছেন পুজো মণ্ডপে। ক্লাবের সদস্য শ্যামল মেটে জানিয়েছেন, এবছর তাঁরা পুজো নিয়ে চিন্তায় পড়েছিলেন যে কী ধরনের থিম তৈরি করা হবে। শেষে তা¥রা স্থির করেন পানাগড় স্টেশনের ওপর দিয়ে বন্দে ভারত ট্রেন চলাচল করলেও তা পানাগড় স্টেশনে দাঁড়ায় না। তাই এলাকার মানুষের কাছে বন্দে ভারত ট্রেন কেমন দেখতে হয়, তা তুলে ধরতেই একমাস ধরে চেষ্টা করে হুবহু পানাগড় স্টেশন ও স্টেশনে দাঁড়িয়ে থাকা বন্দে ভারত ট্রেনের থিম বানিয়ে এলাকার মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন।