মন্ত্রোচ্চারণে অযোধ্যায় স্বাগত প্রধানমন্ত্রীকে, ভিড়ে ঠাসা রোড শো, উদ্বোধন করলেন অযোধ্যাধাম রেলস্টেশন

সময় মতোই অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও। মন্ত্রোচ্চারণ এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। এরপর অযোধ্যার রাস্তায় শুরু রোড শো। তাঁর দিকে গোলাপের পাপড়ি ছুড়ে দেন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন।

মোদির রোড শো ঘিরে অযোধ্যায় মানুষের উন্মাদনা রীতিমতো চোখে পড়ার মতো। রাস্তার মাঝখান দিয়ে যত এগিয়েছে মোদির কনভয় মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গাড়ি থেকেই হাত নাড়িয়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। রাস্তার ধারে ধারে ছোট ছোট মঞ্চ তৈরি করে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষজনদের কেউ কেউ মাথা নেড়ে নেড়ে বিশালাকার ডুগডুগি বাজাচ্ছেন। কেউ কেউ আবার আদিবাসী নৃত্য করছেন। রোড শো শেষে নবনির্মিত অযোধ্যাধাম স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে স্টেশনের সব অংশ ঘুরে ঘুরে দেখান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথও।

এরপরই প্রধানমন্ত্রীর সবুজ পতাকা নাড়ার সঙ্গে সঙ্গে অযোধ্যা স্টেশন থেকে বিপরীতমুখী গন্তব্যের দিকে যাত্রা শুরু করল নীল-সাদা রঙের বন্দে ভারত এবং গেরুয়া-ছাই রঙা অমৃত ভারত। মোট ছ’টি বন্দে ভারত এবং দু’টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করেন মোদি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =