প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় শর্তসাপেক্ষে জামিন অয়ন শীলের

কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় জামিন অয়ন শীলের। যদিও পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই থাকবেন তিনি। শুক্রবার অয়ন শীলের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে সিবিআই বিশেষ আদালত জানিয়ে দিয়েছে, জামিন পেলেও তাঁকে থাকতে হবে হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার মধ্যেই।

এই মামলায় নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ আগেই জামিন পেয়েছিলেন। এবার অয়নকে নিয়ে মামলায় পঞ্চম জামিন হল। শুক্রবার এক লক্ষ টাকার বন্ডে অয়নের জামিন মঞ্জুর করেছেন বিচারক। তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। ২০২৩ সালের মার্চে তাঁকে প্রাথমিক মামলায় গ্রেফতার করেছিল ইডি। পরে একই মামলায় তাঁকে সিবিআইও গ্রেফতার করে।

অয়নের বিরুদ্ধে অভিযোগ ছিল, আটজন এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন তিনি। সেই টাকা গিয়েছিল অন্যতম অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। পরে পুর নিয়োগ মামলাতেও আলাদা করে গ্রেফতার করা হয় অয়নকে।

অভিযোগ, পুরসভায় চাকরির নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন অয়ন। অয়নের সংস্থার মাধ্যমে মোট ১৭টি পুরসভায় দুর্নীতি হয়েছে। মোট ১,৮২৯ জনকে অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছে বলে দাবি করে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =