মালদা : পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাওয়া ১১ জনের মধ্যে রয়েছেন বিশিষ্ট লেখক অশোক কুমার হালদার। বিশেষ এই সম্মান পেয়ে খুশি অশোকবাবু।
সোমবার তিনি বলেন, “প্রথমেই আমি ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা জানাই। তাঁরা যে নির্বাচন করেছেন তা সঠিক নির্বাচন। লেখালেখিতে, সাহিত্য সেবায়, আমি ৩০ বছর ধরে কাজ করে আসছি। আমি খুশি যে আমার কঠোর পরিশ্রমের ফল আমাকে দেওয়া হয়েছে।”
রীতি মেনে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ বছরের পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বছর পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন মোট ১৩১ জন। তাঁদের মধ্যে ১১ জন বঙ্গভাষী ও বঙ্গবাসী রয়েছেন। শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অশোক কুমার হালদার। মালদার অশোক কর্মজীবন শুরু করেছিলেন রেলের নিরাপত্তাকর্মী হিসাবে। পরে দলিত সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। পদ্মসম্মানের তালিকায় তাঁর নামও রয়েছে।

