দার্জিলিং চায়ের বদনাম করার চেষ্টা হলে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি মমতার

দার্জিলিং : বিদেশে বিখ্যাত দার্জিলিং চায়ের বদনাম করার চেষ্টা হলে তাঁর সরকার বরদাস্ত করবে না। হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার তিনি সরস মেলার উদ্বোধন করতে গিয়ে বলেন, দার্জিলিং-এর চা বলে বিদেশে খারাপ চা বিক্রি হচ্ছে, এই প্রচেষ্টা ব্যর্থ করবে তাঁর সরকার। পাশাপাশি, তিনি রেলমন্ত্রী থাকাকালীন ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশন ও টয় ট্রেনের যে উন্নতি হয়েছে সেই কথাও মনে করিয়ে দেন।

পাহাড়বাসীকে উদ্বুদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হতাশ হবেন না। অলওয়েজ বি এনার্জেটিক। ইয়ওরস বিউটি হ্যাভ ইওর সেলফ। মনে রাখবেন শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, পাহাড়ের বিউটি আপনাদের ট্যালেন্টও।”

স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেও রাজ্যের লাখ লাখ মহিলা আজ স্বনির্ভরশীল। একথা মনে করিয়ে মমতা বলেন, “মনে রাখবেন, কোনও কাজই ছোট নয়। কর্মই হল সব কিছু। কাজের বিকল্প কিছু হতে পারে না।” মনে করিয়ে দিয়েছেন, নাসা থেকে আকাশ সর্বত্রই বাঙালির ছড়াছড়়ি। বিশ্বের কাছে বাংলার কদর রয়েছে তার ট্যালেন্টের জন্য।

বুধবার দার্জিলিঙের সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই এবার প্রথম পাহাড়ে হচ্ছে সরস মেলা। দার্জিলিং-এর চৌরাস্তার ম্যালে ১১ দিন ধরে চলবে এই মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =