নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: বিষ্ণুপুর পর্যটন মেলা শেষ হয়েছে শুক্রবার। শনিবার সকালে মেলা চত্বর সাফাই অভিযানে ঝাঁপিয়ে পড়লেন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা। এদিন সকাল থেকে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ঝাঁটা হাতে কাউন্সিলরদের নিয়ে বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণ পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কাজে ঝাঁপিয়ে পড়েন। সকাল থেকে বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পড়ে থাকা পাতা, নোংরা, আবর্জনা সাফাই করা হয়। এই সাফাইয়ের মধ্যে দিয়ে বিষ্ণুপুরবাসীকে শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার বার্তা দিলেন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী।
চেয়ারম্যানের এই কর্মকাণ্ডকে কটাক্ষ করে বিজেপি বিষ্ণুপুর সংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান, ছবি তোলার জন্য ঝাঁটা হাতে নিয়েছেন। ছবি তোলা শেষ হয়ে গিয়েছে ঝাঁটা ফেলে দিয়েছেন, চেয়ারম্যান কাউন্সিলররা ঝাঁটা হাতে নিয়ে কেন বেরবেন। তবে মানুষ ট্যাক্স কেন দিচ্ছে! তিনি দাবি করেন, তাঁর মনে হয় চেয়ারম্যান, কাউন্সিলরদের প্রতিদিন ঝাঁটা, কোদাল, বেলচা নিয়ে বেরিয়ে যাওয়া উচিত, বিষ্ণুপুরে যে পরিমাণে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে, তাঁরা মাথায় করে সমস্ত কিছু নিয়ে গিয়ে বাইরে ফেলুন, সেটা যদি করেন তবে সেদিন সত্যি বাহবা দিতে হবে। আজকে শুধুমাত্র ছবি তোলার জন্য নাটকবাজি করেছেন, খবরে আসার জন্য তাঁর এই কাজ।