সিএবি পরিচালিত মেয়েদের ক্লাব লিগ ওয়ান ডে খেতাব জিতল এরিয়ান ক্লাব। ফাইনালে ৪৭ রানে মোহনবাগানকে হারিয়ে। বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় সল্টলেকে ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল মাঠে ফাইনালের ওভার কমিয়ে ২৫ করা হয়েছিল। টস জিতে ব্যাট করতে নেমে এরিয়ান তোলে ৪ উইকেটে ১৭৫। ৫০ বলে সর্বাধিক ৭৬ তনুশ্রী সরকারের।
প্রিয়াঙ্কা বালা ৪৩ রানে অপরাজিত থাকেন। দিয়া নন্দী নেন ২ উইকেট। জবাবে মোহনবাগান ২৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায়। অঙ্কিতা চক্রবর্তী করেন ৪২ রান। এরিয়ানের শ্রীতমা নন্দী ২৯ রান খরচ করে চার উইকেট তুলে নেন।
২টি করে উইকেট নেন ঝুমিয়া ও সিঞ্জিনী সরকার। ক্রিকেটারদের উৎসাহিত করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী প্রমুখ।