মেদিনীপুর: ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার দুই অভিনেতার লড়াই হতে চলেছে। তৃণমূলের পক্ষ থেকে দেবের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও বিজেপির পক্ষ থেকে হিরণের নাম ঘোষণা করা হয়েছে। যুযুধান দুই অভিনেতার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়ছে হু হু করে। তাই কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা এলাকায়।
৩৪ বছরের বাম আমলে সিপিএমের প্রার্থীরা যেমন এই বিধানসভা কেন্দ্রে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তেমনি তৃণমূল সরকারের সময়ও প্রতিটি বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ের ব্যবধান একই রকম রয়েছে। গত লোকসভা নির্বাচনে অভিনেতা দেব ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে বা পিছিয়ে থাকলেও এই কেশপুর বিধানসভা কেন্দ্রে আশি হাজার ভোটে লিড নিয়ে বিজেপির ভারতী ঘোষকে অনেকটা পিছনে ফেলে জয়ী হন। সেই বাম আমল থেকেই এই কেশপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার অভিযোগ উঠে এসেছে। তাই এবার সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। কথা বলছেন বাসিন্দাদের সঙ্গে। সকাল থেকে মাজুরহাটি সহ একাধিক এলাকায় টহল জারি রেখেছে বাহিনী।