কলকাতা : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, সুষ্ঠু নির্বাচন চাইলে বাংলায় সেনাবাহিনীই দরকার। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী শনিবার বলেছেন, “আমি অনেকবার অনুরোধ করেছি এবং এখনও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি। অন্তত, নির্বাচনের সময় দুই মাসের জন্য সেনাবাহিনী মোতায়েন করুন। যদি সেনাবাহিনী মোতায়েন করা হয়, তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে।”
মিঠুন চক্রবর্তী আরও বলেছেন, নির্বাচনের দিন ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার একমাস পর্যন্ত সেনাবাহিনী থাকা দরকার। মিঠুন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যদি ভোটে তাঁরা (তৃণমূল কংগ্রেস) জিতে যায়, তাহলে ফের হিংসাত্মক ঘটনা ঘটবে, তাই শান্তি চাইলে সেনাবাহিনী দরকার।
পশ্চিমবঙ্গের হিংসা উপদ্রুত এলাকায় যেতে যান বলেও জানিয়েছেন মিঠুন। তাঁর কথায়, “আমি যেতে চাই, কিন্তু অনুমতি পাইনি।” বাংলায় হিন্দুদের শরণার্থী হওয়া প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেছেন, “অবশ্যই, তাঁরা এখন শরণার্থী হয়ে উঠেছে কারণ, সর্বত্র গুন্ডামি চলছে, সম্পূর্ণ আধিপত্য এবং আমরা তা চাই না। আমরা কোনও দাঙ্গা, কোনও হিংসা, কিছুই চাই না।”