হালিশহর অতি প্রাচীন জনপদ। অতীতের কুমারহট্ট থেকে হাবেলী শহর। পরবর্তীতে অপভ্রংশ হয়ে দাঁড়িয়েছে আজকের হালিশহর। ইতিহাস বলছে, বৈষ্ণব ধর্মের পথিকৃৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী বসবাস করতেন এই হালিশহরেই। গুরুদেবের বাস্তুভিটা থেকে মাটি তুলে শ্রীচৈতন্য তিলক কাটতেন। তাঁকে অনুসরণ করে চৈতন্য-ভক্তরাও এক মুঠো মাটি তুলতেন। মাটি নিতে নিতে বড় এক ডোবার সৃষ্টি হয়। যা আজ ‘চৈতন্য ডোবা’ নামে পরিচিতি লাভ করেছে। শনিবার বেলায় হালিশহরের চৈতন্য ডোবায় মহাপ্রভুর মন্দিরে দোল মহা উৎসব উপলক্ষে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ‘মহাপ্রভু চৈতন্য দেবের দীক্ষাগুরু এখানে থাকতেন। এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে। মহাপ্রভুর কাছে তাঁর প্রার্থনা, অসুর শক্তি নাশ করে যাতে তিনি ভোট যুদ্ধে জয়লাভ করতে পারেন।