প্রয়াত সিটু নেতা দিলীপ ভট্টাচার্যের বাড়িতে সমবেদনা জানাতে অর্জুন সিং

প্রয়াত বর্ষীয়ান সিটু নেতা দিলীপ ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার সুকান্তপল্লির বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বুধবার বেলায় প্রয়াত সিটু নেতার  বাড়িতে যান ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। প্রয়াত সিটু নেতার বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজনীতির বাইরে ওনার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। উনি বামপন্থী ছিলেন। কিন্তু তিনি ডানপন্থী। তথাপি রাজনীতির বাইরে তাদের দাদা ভাইয়ের সম্পর্ক ছিল।’ তিনি বলেন, ‘উনি অসুস্থ থাকাকালীন একবার ওনার বাড়িতে, আরেকবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালেও দেখতে গিয়েছিলাম। কিন্তু শেষবার যখন ওনাকে দেখতে এসেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম উনি খুব কষ্টে আছেন।’ মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। অপরদিকে সিটু নেতার পুত্র সাংসদ অনুগামী দীপঙ্কর ভট্টাচার্য বলেন, বাবা শ্রমিক ইউনিয়ন করতেন। সেই সুবাদে বাবার সঙ্গে সাংসদের খুব ভালো সম্পর্ক ছিল। জুটমিল শ্রমিকদের স্বার্থে ওনারা যৌথ আন্দোলনও করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =