ভাটপাড়ার গোলঘরে করিম শাহ মাজারে চাদর চড়ালেন অর্জুন সিং

ব্যারাকপুর : তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন জুট টেক্সটাইল ওয়ার্কাস ইউনিয়নের শ্যামনগর ওয়েভারলি জুটমিল ইউনিটের সংখ্যালঘু সদস্যরা ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর ‘দাতা করিম শাহ’ মাজারে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে সাংসদ অর্জুন সিং শনিবার বিকেলে হাজির হয়েছিলেন গোলঘর মাজারে। সেই মাজারে তিনি চাদর চড়ালেন। সাংসদ ছাড়াও উক্ত শ্রমিক ইউনিয়নের শ্যামনগর ওয়েভারলি

জুটমিল ইউনিটের সম্পাদক অজয় রায়, মহম্মদ সুলতান, কালীচরণ দুবে-রা হাজির ছিলেন। জুট টেক্সটাইল ওয়ার্কাস ইউনিয়নের ওয়েভারলি জুটমিল ইউনিটের সম্পাদক অজয় রায় বলেন, ভেদাভেদ ভূলে জগদ্দল-ভাটপাড়ায় যে কোনও উৎসব কিংবা অনুষ্ঠানে সকলে মিলিত হয়ে আনন্দ উপভোগ করে থাকি। এটাই এখানকার প্রাচীন রীতি। এদিন তাদের শ্রমিক ইউনিয়নের তরফে জনপ্রিয় সাংসদ গোলঘর মাজারে হাজির হয়ে চাদর চড়ালেন। অজয় বাবু আরও জানান, দাতা করিম বাবার কাছে তারা কামনা করলেন, যাতে তাদের প্রিয় নেতা টিকিট পেয়ে বিপুল ভোটে জয়লাভ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =