জেরায় বাজেয়াপ্ত হল অনুব্রতর মুঠোফোনও

বীরভূম : পুলিশকে হুমকি দেওয়ার ভাইরাল অডিয়ো কাণ্ডে দু’ঘণ্টা পুলিশি জিজ্ঞাসাবাদের সময় বৃহস্পতিবার অনুব্রত মন্ডলের ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যাঁকে তিনি ফোনে কুকথা বলেছিলেন, থানার সেই আইসি-র ফোন আগেই পুলিশ বাজেয়াপ্ত করেছে।

সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য এবং দলের একজন কর্মী। থানায় হাজিরা, পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে একটি মন্তব্যও করেননি অনুব্রত।

এ দিন জেরাপর্ব শেষে থানা থেকে বেরিয়ে মুখে কুলুপ এঁটে বেড়িয়ে যান তিনি। শান্তিনিকেতন থানা থেকে বেরিয়ে সোজা বোলপুরের দলীয় কার্যালয়ে চলে যান। রোজের মতো সেখানে জনসংযোগের কাজ সারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =