গরু পাচার মামলায় অনুব্রত পেলেন জামিন, তবে তিহার থেকে এখনই মুক্তি নয়

নয়াদিল্লি : গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারের সঙ্গে সম্পর্কিত সিবিআই-এর মামলায় মঙ্গলবার শীর্ষ আদালতে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতের জামিন মামলার শুনানি ছিল।

শুনানি শেষে অনুব্রতকে জামিন দিয়েছে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনই তিনি দিল্লির তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআই মামলায় জামিন পেলেও প্রবর্তন নির্দেশালয় (ইডি)-র মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে।

উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। তাকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল অনুব্রতকে। পরে দিল্লির তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকে তিহাড়েই বন্দি অনুব্রত। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − five =