শ্রীনগরে জামিয়া মসজিদে দেশবিরোধী স্লোগান! গ্রেপ্তার ১৩

শ্রীনগরের (Srinagar) বিখ্যাত জামিয়া মসজিদের (Jamia Masjid) ভিতরে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।। শুক্রবারের প্রার্থনার শেষে সেখানে উপস্থিত একদল ব্যক্তি ওই স্লোগান তোলে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকেলে আচমকাই বিতর্ক ঘনিয়ে ওঠে শ্রীনগরের জামিয়া মসজিদে। এদিনই ছিল রমজান মাসের প্রথম প্রার্থনা। এরপরই শোনা যায় সেখানে উপস্থিত কয়েকজন ‘আজাদি’র স্লোগান দিচ্ছেন। প্রসঙ্গত, করোনা কালে দীর্ঘ দু’বছর বন্ধ ছিল এই মসজিদ। এরপরই গত মাসে সেই মসজিদের দরজা ফের খুলে দেওয়া হয়।

এই ঘটনা প্রসঙ্গে শ্রীনগর পুলিশের তরফে জানানো হয়, অভিযোগ আসার পরে বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালানো হয়। প্রধান অভিযুক্ত বসরত নবি ভাট ও অন্যান্য অভিযুক্তকে আটক করে জেরা করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ এই ঘটনায় পাক যোগের দাবিও করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধান অভিযুক্তকে কোনও পাকিস্তান থেকে পরিচালিত কোনও গোষ্ঠীর তরফেই মসজিদের ভিতরে প্রার্থনার পরে এই ধরনের আচরণের উস্কানি দেওয়া হয়। উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা নষ্ট করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 2 =