পশ্চিম মেদিনীপুর : আবারও অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়্গপুরে। আর এই ঘটনার জেরে ফের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল।
শনিবার দুপুর দু’টো নাগাদ ক্যাম্পাসের বিআর আম্বেডকর হলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে, তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। জেলার এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কারণ পরিষ্কার হবে।
আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে ক্রমাগত মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে পড়ুয়া মহল ও অভিভাবকদের মধ্যে। প্রতিষ্ঠানের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থার দিকে নতুন করে প্রশ্ন উঠছে।

