বারুইপুর : সুদূর মুম্বইতে গিয়েও শেষ রক্ষা হল না বারুইপুরে বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুনে মূল অভিযুক্ত অমিত মন্ডলের। বারুইপুর থানার পুলিশের বিশেষ দল মোবাইল ট্র্যাক করে মুম্বইয়ের নাল্লাসোপাড়ায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে অমিতকে।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট রাতে রাজীবকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। ঘটনায় গুরুতর জখম রাজিবের মৃত্যু হয় ৯ আগস্ট। সেই পেটানোর ছবি ধরা পরে প্রতিবেশী একজনের মোবাইল ক্যামেরায়। বিজেপির তরফে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল বাঁশ দিয়ে পিটিয়ে মারা হচ্ছে রাজীবকে। এই বাঁশ দিয়ে পেটানোয় মূল অভিযুক্ত অমিত। অমিত মুম্বই থেকে ধরা পড়লেও আরও এক অভিযুক্ত সূর্যকান্ত পলাতক। তার সন্ধানেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই অমিতকে খুনের কাজে লাগিয়েছিল নিহত রাজীব বিশ্বাসের ছোট ভাই সন্দীপ বিশ্বাস। দাদা রাজীবকে মারার মাস্টারমাইন্ড হল অভিযুক্ত সন্দীপ। ঘটনার দিন সন্দীপ অপর অভিযুক্ত সূর্যকান্তকে বাইকে করে নিয়ে গিয়ে চম্পাহাটি থেকে অমিতকে তুলে এনেছিল নিজের বাড়িতে। খুন হওয়ার পরে অভিযুক্ত সন্দীপ ও তার বাবা নিতাই বিশ্বাসকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। সেই খবর কানে যেতেই মুম্বই চলে গিয়েছিল অমিত। অমিতের বাড়ি বারুইপুর শিখরবালি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়।

