মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ট্রেনের ঘোষণা রেলের, বুধে মুখ রক্ষার ডেপুটেশন এসএফআই-এর

মাধ্যমিক পরীক্ষার সময় বাস ও রেল পরিষেবা প্রয়োজনের ভিত্তিতে বাড়ানোর দাবিতে বুধবার ডেপুটেশন জমা দিলেন এসএফআই সমর্থকরা। এদিন বেলা একটা নাগাদ হাওড়া মণ্ডলের  রেল প্রবন্ধক কার্যালয়ে ডেপুটেশন জমা দেন তাঁরা। ছাত্র সংগঠনের সহ সভাপতি অর্ণব দাস বলেন,’ মাধ্যমিক পরীক্ষার সময় যাতে নির্দিষ্ট সময়ে ট্রেন চালানো হয় ও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি নিয়েই আজকে আমরা হাওড়া, শিয়ালদহ ও উত্তরবঙ্গের এনবিএসটিসি দফতরে ডেপুটেশন দিচ্ছি। আর ডেপুটেশন জমা না হওয়া অব্ধি তারা ফেরৎ আসবেন না।’

যদিও বাম ছাত্র সংগঠনের ডেপুটেশন কর্মসূচির ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবারই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই বাড়তি লোকাল ট্রেনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, তার কথা মাথায় রেখেই পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে বলেই জানান হয়েছে।

সেই কারণে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দিনগুলিতে সকাল ৮ টা থেকে ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত চলা  শিয়ালদহ – রানাঘাট – কৃষ্ণনগর বিভাগের পলতা , জগদ্দল , কাঁকিনাড়া , পায়রাডাঙা ও জালালখালি হল্ট স্টেশন সহ বারাসাত – বনগাঁ বিভাগের সংহতি, বিভূতি ভূষণ হল্ট স্টেশনে ট্রেন থামার নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৫, ৬, ৮ ৯, ১০, ১২ তারিখ, এই আটদিন কার্যকর করা হবে বলেই পূর্ব রেল থেকে জানানো হয়েছে।

৩১৮১৫  শিয়ালদহ – কৃষ্ণনগর  সিটি  জালালখালি থামবে সকাল ৮ টা ২২মিনিটে।

৩১৮১৯ শিয়ালদহ – কৃষ্ণনগর  সিটি  পলতা , জগদ্দল এবং কাকিনাড়া থামবে যথাক্রমে ৮ টা ২২ মিনিট, ৮ টা ২৯ মিনিট, ৮ টা ৪২ মিনিটে।

৩১১১১ শিয়ালদহ – কাটোয়া লোকাল  জগদ্দল ও কাকিনাড়া থামবে যথাক্রমে ৮ টা ৫৬ মিনিট, ৮টা ৫৮ মিনিটে।

৩৩৮১৯ শিয়ালদহ – বনগাঁ বিভূতি ভূষণ হল্ট থামবে সকাল ৯ টা ১ মিনিটে।

৩৩৩৬৩ বারাসাত – বনগাঁ লোকাল   সংহতি &  বিভূতি ভূষণ হল্ট থামবে ৯ টা ৬ মিনিট, ৯ টা ২৯ মিনিটে।

৩১৮২৫ শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল জালালখালী থামবে দুপুর ১টা ৫ মিনিটে।

০৩১৮৩ শিয়ালদহ –লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল পলতা , জগদ্দল , কাঁকিনাড়া ও পায়রাডাঙা থামবে যথাক্রমে দুপুর ১ টা ১৩ মিনিট, ১ টা ২০ মিনিট, ১ টা ২৮ মিনিট, ২ টা ১৪ মিনিটে।

৩১৭৬৯ রানাঘাট – লালগোলা জালালখালি থামবে দুপুর ১টা ৩৮ মিনিটে। .

৩১৫২৩ শিয়ালদহ – শান্তিপুর লোকাল জগদ্দল থামবে ১টা ৪৭ মিনিটে।

৩১৮২৭ শিয়ালদহ – কৃষ্ণনগর  লোকাল জালালখালী থামবে ২ টা ১৭ মিনিটে।

০৩১৪০ রানাঘাট – শিয়ালদহ মেমু স্পেশাল  কাকিনাড়া , জগদ্দল ও পলতা ৮ টা ১৫ মিনিট, ৮ টা ১৭ মিনিট, ৮ টা ২৫ মিনিটে।

৩১৮১৮ কৃষ্ণনগর সিটি – শিয়ালদহ  জগদ্দল ও পলতা থামবে ৮ টা ২৪ মিনিট, ৮ টা ৩৪ মিনিটে।

৩১৮০২ কৃষ্ণনগর – শিয়ালদহ লেডিস স্পেশাল জালালখালী  থামবে ৮ টা ৪৪ মিনিটে।

৩১৯১৬ গেদে – শিয়ালদহ লোকাল  কাঁকিনাড়া & জগদ্দল ৮ টা ৫৬ মিনিট, ৮ টা ৫৯ মিনিটে।

৩১৮২০ কৃষ্ণনগর – শিয়ালদহ লোকাল জালালখালী থামবে ৯ টা ৪ মিনিটে।

০৩১১৬ লালগোলা – শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার স্পেশাল  কাকিনাড়া , জগদ্দল ও পলতা থামবে ৯ টা ৭ মিনিট, ৯ টা ৯ মিনিট, ৯ টা ১৬ মিনিটে।

৩৩৩৬২ বনগাঁ – বারাসাত লোকাল বিভূতি ভূষণ হল্ট থামবে ৯ টা ৩৩ মিনিটে।

৩১৮২৬৪ কৃষ্ণনগর – শিয়ালদহ লোকাল জগদ্দল থামবে দুপুর ১ টা ২৩ মিনিটে।

০৩১৯০ লালগোলা – শিয়ালদহ স্পেশাল পায়রাডাঙ্গা , কাকিনাড়া , জগদ্দল ও পলতা স্টেশনে থামবে ১ টা ২২ মিনিট, ২ টা ৮ মিনিট, ২ টা ১০ মিনিট, ২ টা ২১ মিনিটে।

৩৩৩৮৬ বনগাঁ – শিয়ালদহ লোকাল  বিভূতি ভূষণ হল্ট থামবে ২ টা ১৮ মিনিটে।

৩১৮২৮ কৃষ্ণনগর – শিয়ালদহ  জালালখালী থামবে দুপুর ২ টা ১৯ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twelve =