পথশ্রী প্রকল্পের রাস্তা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জেলাশাসক, বিডিওকে ভর্ৎসনা

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পথশ্রী প্রকল্পের রাস্তা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ হলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। শনিবার পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকে রাস্তা পরিদর্শনে যান জেলাশাসক। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তিনি এলাকার বেশ কয়েকটি পথশ্রী প্রকল্পের রাস্তা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি যান মীরপুর থেকে রামচন্দ্রপুর কালিতলা পর্যন্ত ১.৭ কিলোমিটার পথশ্রী প্রকল্পে তৈরি নতুন রাস্তা দেখতে। নতুন রাস্তার হাল দেখে তিনি ক্ষোভ উগরে দেন। তিনি বিডিও অনিশা যশ ও দায়িত্বে থাকা বাস্তুকারকে রীতিমতো ভর্ৎসনা। তিনি বলেন, ‘আপনারা ভাবলেন আমি রাস্তা পরিদর্শনে এসে হুঁশ করে গাড়ি নিয়ে চলে যাব।’
জেলাশাসক একদম প্রস্তুতি নিয়েই গিয়েছিলেন শনিবার রাস্তা পরিদর্শনে। কোদাল দিয়ে পিচ রাস্তা খুঁড়ে জেলাশাসককে দেখানো হয় রাস্তার হালহকিকত। এতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় জেলাশাসক পূর্ণেন্দু মাঝির। তিনি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। তিনি তাঁদের সমস্যার কথার পাশাপাশি তাঁদের বিভিন্ন বিষয়ে অভিযোগও শোনেন। জেলাশাসক সংশ্লিষ্ট আধিকারিক তথা বিডিকে নির্দেশ দেন আবার রাস্তা নতুন করে তৈরি করতে। কয়েকদিন আগে জেলা প্রশাসনের বাস্তুকার সহ আধিকারিকরা রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন। এর আগে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার রাস্তার কাজের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =