নিউ ইয়র্কের হার্লেমের একটি বহুতলে ব্যাটারি ফেটে আগুন, মৃত্যু ভারতীয় সাংবাদিকের

নিজের ফ্ল্যাটেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় সাংবাদিকের। মৃতের নাম ফাজিল খান। নিজের ফ্ল্যাটেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, নিউ ইয়র্কের ফ্ল্যাটে লিথিয়াম ব্যাটারি ফেটে আগুন ধরে যায়। গোটা অ্যাপর্টমেন্টে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। তা থেকে বাঁচতে জানলা দিয়ে ঝাঁপ দেন অন্তত ১৭ বাসিন্দা। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

জানা গিয়েছে, নিউ ইয়র্কের হার্লেমের একটি বহুতলে ব্যাটারি ফেটে আগুন ধরে যায়। সেখানকার অন্যান্য বাসিন্দারা পালাতে পারলেও আটকে পড়েন ফাজিল। সেখানেই জীবন্ত দগ্ধ হন তিনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফাজিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাপর্টমেন্টের বাসিন্দাদের।

নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ২৭ বছরের ভারতীয় নাগরিক ফাজিল খানের অকালমৃত্যুতে আমরা শোকাহত। তাঁর পরিবার-পরিজনের সঙ্গে আমারা যোগাযোগ রাখছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =