অণ্ডালে ধর্ষণ কাণ্ডে কলকাতা থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: অণ্ডালে নাবালিকা ধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল অণ্ডাল থানার পুলিশ। ধৃতের নাম ফিরোজ। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। আজ শুক্রবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের এজলাসে। অন্য অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। দ্রুত ওই অভিযুক্তও ধরা পড়বে বলে জানান অণ্ডাল থানার এক আধিকারিক।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যাবেলায় অণ্ডাল রেল স্টেশন সংলগ্ন পার্কে সঙ্গীদের সঙ্গে খেলা করছিল বছর ষোলোর এক নাবালিকা। ওই নাবালিকার বাবার অভিযোগ, সেই সময় ২ যুবক নাবালিকাকে ফুঁসলিয়ে বাইকে চাপিয়ে অণ্ডাল রেল ব্রিজ সংলগ্ন একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই দিন রাতেই নাবালিকার বাবা অণ্ডাল থানায় তঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এই মর্মে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার নাবালিকাকে ধর্ষণের বিষয়টি সামনে আসার পর এলাকায় ছড়ায় চাঞ্চল্য। তাতে লাগে রাজনৈতিক রঙও। আইনশৃঙ্খলা, মেয়েদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয় বিরোধী রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার দুপুর বেলায় বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি দলের পক্ষ থেকে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অণ্ডাল থানা সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অগ্নিমিত্রা দেবী পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন। অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করে অণ্ডাল থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ফিরোজ নামে এক অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + five =