তারকেশ্বর : শ্রাবণ মাসের শেষ সোমবার তারকেশ্বর মন্দিরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মন্দিরে জল ঢালতে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মৃতের নাম অমিত পাকড়ে (৩৫)। মৃতের বাড়ি হাওড়া জেলার বালি এলাকায়।
সোমবার সকালে বাইক নিয়ে ১০ জন বন্ধু ও আত্মীয় তারকেশ্বর মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে শেওড়াফুলি এসেছিলেন। শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে বাইকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় তাঁরা। মাঝে হরিপালের মালিয়ার কাছে টিফিনও সারেন।
এরপর তারকেশ্বর মন্দিরের প্রবেশের আগে বাজিতপুর চৌমাথায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অমিত নামে ওই পুণ্যার্থী। তড়িঘড়ি তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

