কুণালের মত হাল উর্দিপড়া পুলিশকর্তাদের, এক্সবার্তায় তোপ অমিত মালব্যর

কলকতা : “উর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঊর্দি পরা, টিএমসির অসম্মানিত মুখপাত্র কুণাল ঘোষের মতো সংবাদ মাধ্যমের কাছে বেরিয়ে আসছেন।”

মধ্যমগ্রামে এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে সোমবার এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি লিখেছেন, “গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেল থেকে, এই অপরাধ ধামাচাপা দিতে এবং এমনকি তৃণমূল পঞ্চায়েত সদস্যকে নির্দোষ বলে সাব্যস্ত করতে চেয়েছিল। যা পেশাদার বাহিনী হওয়া উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে নামিয়ে দিয়েছেন পাপোষের পর্যায়ে। কেউ তাদের সরকারি নানা হ্যান্ডল থেকে পোস্ট করা কিছুতেও বিশ্বাস করতে পারে না। পশ্চিমবঙ্গের এমনই করুণ অবস্থা।”

প্রসঙ্গত, মধ্যমগ্রামে ওই নাবালিকা মেয়ের বাবা বলেন, “আমার মেয়ে বাড়ি থেকে দোকানে যাচ্ছিল… সে (অভিযুক্ত) আমার মেয়েকে দোকানে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে।” এই দাবির ভিডিয়ো বার্তার সঙ্গে যুক্ত করে দিয়েছেন অমিত মালব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =