সন্দেশখালি বিতর্কের মধ্যেই রাজ্য পুলিশে একগুচ্ছ বদল

রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ হলেন সুপ্রতিম সরকার। শুক্রবারই সুপ্রতিম সরকারকে তিন দিনের জন্য সন্দেশখালি বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। এরপর শনিবার নবান্নের তরফে জানানো হয়, এডিজি ট্রাফিক পদ থেকে এডিজি দক্ষিণবঙ্গ পদে বদলি করা হল সুপ্রতিম সরকারকে। সন্দেশখালি কাণ্ডে যখন তোলপাড় চারদিক তাঁর মধ্যে রুটিন বদলি বলে মন্তব্য নবান্নর। অপরদিকে বর্তমান বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত সরকারকেও বদলি করা হয়। নতুন বারাসত রেঞ্জের ডিআইজি হলেন ভাস্কর মুখোপাধ্যায়। একইসঙ্গে মোট ৩৯ জন আইপিএস পদে রদবদল ঘটানো হয় এদিন।

এর পাশাপাশি আর যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, এডিজি পশ্চিমাঞ্চল ত্রিপুরারী অর্থাবকে স্পেশ্যাল টাস্ক ফোর্স -এর এডিজি পদে এবং ওই পদে থাকা অশোক কুমার প্রসাদকে এডিজি পশ্চিমাঞ্চল পদে, আইজি বাঁকুড়া রেঞ্জ ভরতলাল মিনাকে আইজি আর্থিক দুর্নীতি দমন্স শাখার ডিরেক্টর পদে, আইজি স্পেশ্যাল টাস্ক ফোর্স দীপ নারায়ণ গোস্বামীকে আইজি মালদা রেঞ্জে, আইজি এডমিনিস্ট্রেশন সিসারাম ঝাজারিয়াকে আইজি বাঁকুড়া পদে, যুগ্ম পুলিশ কমিশনার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ধ্রুবজ্যোতি দে’ কে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার স্পেশ্যাল ব্রাঞ্চ পদে, যুগ্ম পুলিশ কমিশনার সদর কলকাতা পুলিশের সন্তোষ পান্ডেকে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তিন পদে এবং কলকাতা পুলিশের এসটিএফের যুগ্ম পুলিশ কমিশনার ভি সোলেমান নেশা কুমার কে অতিরিক্ত পুলিশ কমিশনার চতুর্থ কলকাতা পুলিশে এবং যুগ্ম পুলিশ কমিশনার অশেষ বিশ্বাসকে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পঞ্চম পদে এবং ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমারকে ডিআইজি সিকিউরিটি পদে, ডিআইজি রেল বদনা ধরুন চন্দ্রকে বিধাননগর কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার সদর পদে, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অর্গানাইজেশন সৈয়দ ওয়াকার রাজাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার পদে, ডি আই জি টেলিকমিউনিকেশন পদে থাকা রাথড অমিত কুমার ভরতকে ডিআইজি ট্রাফিক ও পথ নিরাপত্তা পদেবদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =