নিজস্ব প্রতিবেদন, কল্যাণী: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আম্রকুঞ্জে স্মরণ করা হল অমর একুশে। বিভাগেই অবস্থিত ভাষা শহিদ বেদিতে মালা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। এরপর তিনি জানান, সবার আগে বাজার অর্থনীতি, বাংলা ভাষাকে বাজার অর্থনীতির ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। বাংলায় বিভিন্ন বিদেশি শধের পরিভাষা তৈরি করতে হবে। তবেই বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রনীতি ইত্যাদির কাজ বাংলায় চালানো সম্ভব হবে। পাশাপাশি প্রশাসনিক দিক থেকেও বাংলাকে গুরুত্ব দিতে হবে।
বত্তৃ«তার পাশাপাশি বিভাগের আম্রকুঞ্জে বাংলা ভাষাকেন্দ্রিক গীতি আলেখ্য, নৃত্য, কবিতা কোলাজ ইত্যাদির মাধ্যমে ঢাকার ভাষা শহিদ গফুর, রফিক, সালাম প্রমুখ ও শিলচরের ভাষা শহিদ শচীন্দ্র পাল, কানাই নিয়োগী, কমলা ভট্টাচার্য প্রমুখকে স্মরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই ‘আমি বাংলায় গান গাই’ গাইতে গাইতে গোটা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেন প্রায় চারশো ছাত্রছাত্রী, গবেষক ও অধ্যাপক।
অন্যান্যদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল, অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী প্রমুখ। ভাষা বিজ্ঞানের অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, বাঙালির নাগরিক মনন ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। আধুনিকতার বদলে একদিনের কৃত্রিম বাঙালিয়ানাকে গুরুত্ব দেওয়ার ফলে বাংলা ভাষা ও সংßৃñতি প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে।