কলকাতা : খাস কলকাতায় মাওবাদীদের নামে চিঠি পাঠিয়ে তোলাবাজির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ৫০ লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলেই অভিযোগ। বড়বাজার থানার পুলিশের দ্বারস্থ স্বর্ণ ব্যবসায়ী।
একইসঙ্গে সোনার দোকানের মালিককে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে বলা হয়, পুলিশের কাছে গেলেও কিছু হবে না। পুলিশ তাঁদের কিছু করতে পারবে না। পুলিশের কোনও সাহস নেই। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই চিঠি সত্যিই কোনও মাওবাদী নেতা পাঠিয়েছে, নাকি সেটি ভুয়ো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বড়বাজারর ওল্ড চিনা বাজার স্ট্রিটের একটি সোনার দোকানের মালিকের কাছে এই ‘মাওবাদী’ চিঠি এসেছে বলে সূত্রের খবর৷ তাতে জানানো হয়েছে, সংগঠনের তহবিলে ৫০ লক্ষ টাকা জমা দিতে হবে৷ চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করেছে সমীর মণ্ডল নামের এক ব্যক্তি৷ চেয়েছে ৫০ লক্ষ টাকা৷ উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর কলোনির একটি ঠিকানাও৷ ওই ঠিকানায় গুপী ওরফে মুকুলকে ওই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে৷