মালদা : গভীর রাতে গুলি করে এক মাছ ব্যবসায়ীকে খুনের চেষ্টা অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইংরেজবাজার পুরসভার সদরঘাট এলাকায় এক মাছ ব্যবসায়ীর উপর রাতের বেলা অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা।
অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী মাছ ব্যবসায়ী বিপ্লব ঘোষকে লক্ষ্য করে গুলি করে।
অল্পের জন্য প্রাণে বাঁচলেও সেই গুলি তাঁর হাতে লাগে। অস্ত্রোপচার করে পরে সে গুলি বের করা হয়। আপাতত তিনি সঙ্কটমুক্ত বলে জানা গেছে। দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ।