নিজস্ব প্রতিবেদন, লাউদোহা: গত সোমবার উখড়া মাধাইগঞ্জ রোডের লাউদোহা থানা সংলগ্ন সড়কে বাইক থেকে পড়ে মারাত্মক জখম হন শেখ মুজিবুল নামে এক ব্যক্তি (৫১)। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা চলছিল আহত মুজিবুলের। মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর জানার পর এলাকায় নেমেছে শোকের ছায়া।
মৃত শেখ মুজিবুল এর আত্মীয় নুর ইসলামের দাবি, থানা সংলগ্ন রাস্তারও™র নির্মাণ সামগ্রী মজুত করে রেখেছেন একজন ঠিকাদার। রাস্তার সংস্কার কাজে ব্যবহারের ছোট বড় বিভিন্ন সাইজের পাথর ছড়িয়ে রয়েছে রাস্তার ওপর। সেই পাথরে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মজিবুল বাইক থেকে পড়ে আহত হন। এছাড়াও রবি ও সোমবার দু’দিনে ওই একই জায়গায় একই কারণে আরও ১২ জন বাইক থেকে পড়ে আহত হয়েছেন। মঙ্গলবার বুধবার নুর ইসলাম জানান, ‘রাস্তার ওপর মজুত নির্মাণ সামগ্রী সরানো ও অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে সোমবার লাউদোহা থানায় অভিযোগ দায়ের করেছি।’ অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার।