বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহেঙ্গায় সেজে উঠবেন আলিয়া!

বি-টাউনে এখন চর্চার বিষয় এখন একটি। রালিয়ার বিয়ে। বলিউডের গুঞ্জন, ১৭ এপ্রিল গাঁটছড়া বাঁধতে চলেছেন সেলিব্রিটি এই জুটি। ক্যাটরিনা (Katirina) ও ভিকির (Vicky) বিয়ের পর ফের আরও একটি হেভিওয়েট কাপলের বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড সহ গোটা বিশ্ব। জানা গিয়েছে, রণবীরের (Ranbir Kapoor) পালি হিলের বাড়ি বাস্তুর ব্যাঙ্কোয়েট হল ভাড়া করা হয়েছে। এছাড়া, ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা পরে বিয়ের পিড়িতে বসবেন ভাট কন্যা। রণবীর আলিয়ার বিয়ের থিম হতে চলেছে প্যাস্টেল।  মনীশ মালহোত্রার কিছু পোশাকও নাকি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে পরতে পারেন আলিয়া। এদিকে বিয়ের এত তোড়জোড়ের মধ্যেও কাজকে অবহেলা করেননি তারা। রবিবারই আলিয়া (alia) নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে ব্রম্ভাস্ত্রর একটি অডিও শেয়ার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =