নয়াদিল্লি : দিল্লি থেকে ওয়াশিংটনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভিয়েনায় জ্বালানি নেওয়ার জন্য অবতরণ করে বুধবার। সেই সময়ে নিয়মিত পরীক্ষার সময় ওই বিমানটিতে কিছু সমস্যা দেখা গিয়েছিল। এর পরেই বিমানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয় ওই যাত্রীদের।
এয়ার ইন্ডিয়ার তরফে জানা গেছে, বিমানে একটি সমস্যা দেখা দেওয়ায় ভিয়েনা থেকে ওয়াশিংটনগামী এআই ১০৩ বিমানটি বাতিল করা হয়। ভিয়েনায় বিমানের নিয়মিত পরীক্ষার সময়, একটি ত্রুটি দেখতে পাওয়ায় রক্ষণাবেক্ষণ-এর প্রয়োজন হয়ে পড়ে।
এই ত্রুটি মেরামত করার প্রয়োজন ছিল। সেই কারণে ভিয়েনা থেকে ওয়াশিংটনগামী বিমানটি বাতিল করা হয়। যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয়। কারণ মেরামতের কাজ শেষ করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল। আরও জানা গেছে, ওই বিমানটি বাতিল হওয়ার পরে ওয়াশিংটন থেকে দিল্লিগামী বিমানটিও বাতিল করা হয়।