আহমেদাবাদ : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে বুধবারও স্বজনহারাদের ভিড় চোখে পড়েছে হাসপাতাল চত্বরে। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত ১৬৩ জনের দেহ ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত।
আহমেদাবাদ সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ রাকেশ যোশী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৬৩টি ডিএনএ নমুনা মিলেছে এবং ১২৪টি মৃতদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দেহগুলি শীঘ্রই হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমান টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায়। বহু যাত্রী মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায়। এদিন দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।