উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে।পরীক্ষার্থীরা বাড়ি ফেরার তোড়জোড় করছে। তেমন সময় আচমকা বিকট শব্দ।উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শেষ হতেই বোমার আওয়াজে কেঁপে উঠল ভাঙড় হাই স্কুল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ভাঙড় থানার পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, কোনও ছাত্র পরীক্ষার শেষে এই ঘটনা ঘটিয়েছে।
উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল মঙ্গলবার। সেই পরীক্ষা শেষ হতেই বোমার আওয়াজে কেঁপে ওঠে স্কুল চত্বর। ছোটাছুটি শুরু করে দেন সবাই। তড়িঘড়ি আসে পুলিশ। ওই স্কুলের ক্লাস টেনের এক ছাত্র জানায়, স্কুলের শেষে শৌচাগারে গিয়েছিল। তখনই সুতলি জড়ানো একটি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখে। আরও অনেকের নজরে এসেছিল। তারাই ওই ছাত্রকে সাবধান করে। ওই ছাত্র সরে যেতেই ফাটে বোমাটি। ওই ছাত্র বলে, “আওয়াজে কানে তালা ধরে গেছিল। কোনও রকমে বেঁচে যাই। খুব ভয় পেয়ে গেছিলাম।” স্থানীয় এক বাসিন্দা সেলিমা বলেন, ‘দুপুরবেলা বসেছিলাম। হঠাৎ প্রচণ্ড আওয়াজ পেলাম। বোমা পড়লে যেমন হয়। তখনই বুঝেছি বোমা পড়েছে। তবে স্কুলের মধ্যে ফেটেছে এটা ভাবিনি। পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট পরেই আওয়াজ পাই।’
ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। স্কুলের মধ্যে বোমা ফাটায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। বিরোধীদের কটাক্ষ, বোমা-বন্দুকের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে ভাঙড়। আরাবুলকে জেলে ভরলেও ছবিটা একই রয়ে গেছে।