সোমবারের পর আজও সর্বকালের রেকর্ড উত্থান সেনসেক্সের

সোমবারের পর মঙ্গলবারও বাজার খোলার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়ল সেনসেক্স। প্রথমবার সেনসেক্সের গণ্ডি ৬৯ হাজার পেরিয়ে গেল। সোমবারের তুলনায় ১৩৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। পরপর দুদিন নজির শেয়ার বাজারের। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। বিশেষজ্ঞদের অনুমান, তিন রাজ্যের বিধানসভায় বিজেপির সাফল্যের পর সোমবার যেভাবে তরতরিয়ে বেড়েছিল শেয়ার, মঙ্গলবার সেই ধারাই বজায় রয়েছে। তবে মার্কিন ডলারের তুলনায় খানিকটা কমেছে ভারতীয় টাকার দাম।

সোমবার ৯০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের পরিমাণ। ইতিহাসে প্রথমবার ৬৮ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। একদিনের মধ্যেই ১ থেকে ৩ শতাংশ বেড়েছে তাদের শেয়ার। একই ধারা বজায় রয়েছে মঙ্গলবারেও। প্রথমবারের জন্য ৬৯ হাজার পেরিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স। ২১ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে নিফটিও। বাজার খুলতেই এক লাফে অনেকখানি বেড়েছে ভোডাফোন, ইয়েস ব্যাংক, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো সংস্থাগুলোর শেয়ার। এই সংস্থার সঙ্গে যুক্ত বিনিয়োগকারীদেরও লক্ষ্মীলাভ হয়েছে। তবে ভারতের শেয়ারের দাপট থাকলেও উল্লেখ্যযোগ্য ভাবে কমেছে এশিয়ার অন্যান্য দেশগুলোর লগ্নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + thirteen =