দীর্ঘ উৎকণ্ঠা কাটিয়ে ইউক্রেন থেকে অবশেষে বাড়ি ফিরলেন স্বাগতা এবং নিশা

টিটব বিশ্বাস

দীর্ঘ উৎকণ্ঠা কাটিয়ে ইউক্রেন থেকে অবশেষে বাড়িতে ফিরলেন স্বাগতা এবং নিশা, খুশির হাওয়া পরিবারে। রাশিয়া-ইউক্রেন মধ্যে চলছে লাগাতার যুদ্ধ।একের পর এক ধ্বংস হচ্ছে ইউক্রেনের শহর।যুদ্ধচলাকালীন যেখানে আটকে ছিলেন প্রায় কুড়ি হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়া সহ বেশ কিছু নাগরিক। ভারত সরকারের তৎপরতায় ‘অপারেশন গঙ্গা’ নামে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় উদ্ধার কাজ। ভারত সরকারের সহযোগিতা বেশ কিছু পড়ুয়াকে ভারতে ফেরানো হয় তাদের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে অবশেষে গোবরডাঙার বাড়িতে ফিরলেন বছর কুড়ির তরুণী স্বাগতা সাধুখাঁ। নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পরিবার সহ আত্মীয় পরিজনদের সঙ্গে। ডাক্তারি পড়তে যাওয়া স্বাগতা কিভ মেডিকেল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্রী।পরিস্থিতি ঠিক থাকলে পড়াশুনো শেষ করতে সময় লাগত আরো তিন বছর। এখন পড়াশোনা কিভাবে শেষ করবেন তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন স্বাগতা। পাশাপাশি ইউক্রেন থেকে বাড়িতে ফিরল হাবড়ার কাশিপুরের বাসিন্দা মেডিকেল পড়ুয়া নিশা বিশ্বাস। তবে যে স্বপ্ন নিয়ে নিশা ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিল সেই স্বপ্ন এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে। কিভাবে ডাক্তারি পড়া শেষ করবেন বুঝতে পারছেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =