একযুগ পর পার্কিং ফি বাড়ছে কলকাতায়

একযুগ পর কলকাতায় যানবাহনের পার্কিং ফি (parking fee) বাড়ছে। দুই চাকা এবং চার চাকা বাণিজ্যিক, ব্যক্তিগত সব গাড়িরই পার্কিং ফি প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। পার্কিংয়ের সময় বাড়লে ফি’র পরিমাণ সমানুপাতিক হারে বাড়বে। প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল মাধ্যমে আদায় করা হবে এই পার্কিং ফি। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ১২ বছর পার্কিং ফি বাড়ানো হয়নি। তাই এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কলকাতায় নির্দিষ্ট ভাবে পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তাতেই ডবল লাইনে পার্কিং হচ্ছে, ফলে গতি কমছে ও দূষণ বাড়ছে। এই ফি বাড়লে ঘণ্টার পর ঘণ্টা পার্কিং করে রাখা বন্ধ হতে পারে। পাশাপাশি, কোথাও কোথাও অতিরিক্ত ফি নেওয়ারও অভিযোগ ওঠে। পার্কিং ফি সব জায়গায় যাতে একই হারে নেওয়া হয় সেদিকেও নজর রাখা হবে বলে দেবাশিস বাবু জানিয়েছেন। ফলে পার্কিং লটে জোর করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ এড়ানো যাবে বলেই মনে করছে পুরসভা। এর ফলে আরও উন্নত হবে পরিষেবা। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ১২ বছর পার্কিং ফি বাড়ানো হয়নি। তাই এবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একটা লক্ষ্য রয়েছে ফি বাড়ানোর, সেটি হল এত সংখ্যায় গাড়ি বেড়েছে যে কলকাতায় নির্দিষ্ট ভাবে পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তাতেই ডবল লাইনে পার্কিং হচ্ছে, ফলে গতি কমছে ও দূষণ বাড়ছে। এই ফি বাড়লে ঘণ্টার পর ঘণ্টা পার্কিং করে রাখা বন্ধ হতে পারে। প্রাাশি, বিভিন্ন সময় ফি নিয়ে অভিযোগ আসে। কোথাও কোথাও অতিরিক্ত ফি নেওয়া হয়। সেই সকল অসাধুদের আটকাতে পার্কিং ফি সব জায়গায় এক রাখাও অন্যতম একটি উদ্দেশ্য।’
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাইকের পার্কিং ফি ঘণ্টায় ৫ টাকা থেকে একধাক্কায় বেড়ে হচ্ছে ১০ টাকা। এভাবেই ২ ঘণ্টায় ২০ টাকা, ৩ ঘণ্টায় ৪০ টাকা, ৪ ঘণ্টায় ৬০ টাকা, ৫ ঘণ্টায় ৮০ টাকা। এর বেশি হলে ঘণ্টা পিছু ৫০ টাকা করে বাড়বে ফি। চার চাকা গাড়ির ক্ষেত্রে এক ঘণ্টায় ১০ টাকা থেকে বেড়ে হল ২০ টাকা। ২ ঘণ্টায় ৪০ টাকা, ৩ ঘণ্টায় ৮০ টাকা, ৪ ঘণ্টায় ১২০ টাকা, ৫ ঘণ্টায় ১৬০ টাকা। তার বেশি হলে ঘণ্টা পিছু ১০০ টাকা করে বাড়বে ফি । বাস, লরির জন্য ১ ঘণ্টায় ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হল। ২ ঘণ্টায় ৮০ টাকা, ৩ ঘণ্টায় ১৬০ টাকা, ৪ ঘণ্টায় ২০০ টাকা, ৫ ঘণ্টায় ২৪০ টাকা। তার বেশি হলে ঘণ্টা পিছু ২০০ টাকা করে বাড়তি ফি গুণতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =