কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ২২ তারিখ অর্থাৎ শনিবার রাতে বিদেশ সফরে যাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে সরকারে দায়িত্ব বন্টন করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার পাঁচজনকে।
চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও মন্ত্রী সুজিত বসুর কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেইসঙ্গে পুলিশ ও প্রশাসনের দায়িত্ব বর্তেছে – রাজীব কুমার, মনোজ ভার্মা ও নন্দিনী চক্রবর্তী, প্রভাত কুমার মিশ্র, বিবেক কুমারের ওপর। দলে সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।