সংবাদ জগতে প্রভাব বাড়ছে আদানি গোষ্ঠীর

আরও এক বড়সড় সংবাদসংস্থা অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। এনডিটিভি-র পর এবার আইএএনএস। বকলমে এই সংবাদসংস্থার নিয়ন্ত্রণও এখন আদানি গোষ্ঠীর হাতে চলে গেল। সূত্রের খবর , আইএএনএস-এর সিংহভাগ শেয়ার হোল্ডার। এই নিয়ে তৃতীয় বড় সংবাদমাধ্যম অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। তারা প্রথমে ডিজিটাল সংবাদমাধ্যম বিকিউ প্রাইম কিনেছিল। তারপর গত বছর তাঁরা এনডিটিভি-র সিংহভাগ শেয়ার অধিগ্রহণ করে।

এএমজি মিডিয়া নেটওয়ার্কস জানিয়েছে, তারা আইএএনএস এবং তাদের শেয়ার হোল্ডার সন্দীপ বামজাইয়ের সঙ্গে চুক্তি করেছে। গত আর্থিক বছরে আইএএনএসের রেভিনিউ ছিল ১১.৮৬ কোটি টাকা। এখন থেকে সংস্থার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পলিসি সবটাই ঠিক করবে আদানি গোষ্ঠী। বলতে গেলে এখন থেকে আইএএনএস হল আদানির মিডিয়া কোম্পানির একটি সাবসিডিয়ারি।

সূত্রের খবর, আদানিদের মিডিয়া কোম্পানি এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড আইএএনএসের ৫০.৫০ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে। আইএএনএস অর্থাৎ ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস, এএনআই (ANI) এবং পিটিআইয়ের (PTI) মতো সংবাদসংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eleven =