আন্তর্জাতিক মাতৃ দিবসে মেয়েকে খোলা চিঠি অভিনেত্রী স্বস্তিকার

রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস । সন্তানদের মুখের হাসি ফোটাতে প্রতিটি মা নিজের আনন্দ ভুলে যায় । আর আজ মায়েদের দিন । আন্তর্জাতিক মাতৃ দিবসে মেয়েকে খোলা চিঠি অভিনেত্রী স্বস্তিকার ।

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেয়ের উদ্দেশ্যে স্বস্তিকা লেখেন,”আমার এই শরীরেই সন্তান ধারণ করেছি। সন্তানকে বুকে নিয়ে শুয়েছি । ভালবেসেছি, মল-মূত্র-বমি পরিষ্কার করেছি আর চেয়ারে বসে রাতের পর রাত জেগেছি । তবে আর অন্য কোনওভাবে এই পাওনা পাওয়া সম্ভব ছিল না । আমার শরীর নিখুঁত নয়, দাগে ভরা । কিন্তু আয়নার সামনে দাঁড়ালে এক মাকেই দেখতে পাই আর এবং থেকে বড় আশীর্বাদ আর কিছুই নেই ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =