বনগাঁয় অনুষ্ঠানে গিয়ে হেনস্থার অভিযোগ অভিনেত্রী মিমির

উত্তর ২৪ পরগনা : বনগাঁ শহরে অনুষ্ঠান করতে এসে হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বনগাঁ শহরের ঢাকা পাড়া এলাকায় মিমি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। পুলিশের কাছে একটি অভিযোগে মিমি জানিয়েছেন, মঞ্চে তিনি গান করার সময়ে তাঁকে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য করা হয়। তাঁকে অপমান ও হেনস্থা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনা ঘিরে তীব্র বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। মিমির দাবি, এই প্রথম তিনি এমন আচরণের সম্মুখীন হলেন। তাঁর কথায়, আজকাল মঞ্চে অনুষ্ঠান করতে যাওয়া শিল্পীদের অনেকেই যেন দর্শকদের কাছে ‘সম্পত্তি’ হয়ে উঠছেন, যা অত্যন্ত অসম্মানজনক ও অস্বস্তিকর। তাঁর বক্তব্য অনুযায়ী, তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি হঠাৎই অনুষ্ঠান বন্ধ করার দাবি জানান। শুধু তাই নয়, মঞ্চ থেকে তাঁকে চলে যেতে বলেন। বিষয়টি এতটাই অপ্রত্যাশিত ছিল যে, প্রথমে তিনি বুঝতেই পারেননি, কথাগুলি তাঁর উদ্দেশেই বলা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতেই বিস্ময় ও অপমানে হতবাক হয়ে যান মিমি। কিছুটা অবাক ও অস্বস্তিকর পরিস্থিতিতে আবার ওই ব্যক্তির দিকে তাকান। অভিনেত্রীর দাবি, তখনও একই কথা পুনরাবৃত্তি করেন তনয় শাস্ত্রী। শেষ পর্যন্ত কোনও বিতর্কে না জড়িয়ে, উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে তিনি মঞ্চ ছেড়ে চলে আসেন।

এদিকে, উদ্যোক্তা ক্লাবের এক কর্মকর্তা জানান, মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি৷ উনি এক ঘন্টা দেরি করে রাত সাড়ে এগারোটার পর মঞ্চে ওঠেন৷

প্রশাসনের দেওয়া টাইম এবং মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক রাত বারোটায় অনুষ্ঠান বন্ধ করি৷ ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধর ঘোষণায় অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা ওঁকে সসম্মানে বিদায় দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 16 =