শনিবার তৃণমূলের প্রচারে সিনেমা জগতের অভিনেতা ও অভিনেত্রী

আসানসোল : আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন যত সামনে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে আসানসোলের রবীন্দ্রভবনে শত্রুঘ্ন সিনহার সমর্থনে খ্রিস্টান সম্প্রদায়ের এক সভার আয়োজন করা হয়। এই সভায় শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এরপর আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত কল্যাণপুরে অপর একটি সভা করেন শত্রুঘ্ন সিনহা। শনিবার বিকেলে আসানসোলের গড়াই রোডের আমবাগান মোড় থেকে রোড শো করেন শত্রুঘ্ন সিনহা। এই রোড শোতে শত্রুঘ্ন সিনহা ছাড়াও ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমবাগান থেকে মহিশিলা পর্যন্ত রোডশো হয়। রোডশোতে তৃণমূল সমর্থকদের সাথে দলীয় পতাকা নিয়ে হাটতে দেখা যায় সমাজবাদী পার্টির সমর্থকদের। তৃণমূলের অপর একটি রোডশো হয় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুনডিহি তালকুড়ি এলাকাতে। এই রোডশোটি করেন সোহম, রাজ চক্রবর্তী ও জুন মালিয়া। সিনেমা জগতের এই তিনজন হুড খোলা জিপে চরে প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 7 =