বিচারপতির মুখে প্রশংসা শুনে গর্বিত অভিনেতা-সাংসদ দেব

তৃণমূল সাংসদ দেব অভিনীত প্রধান সিনেমার প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। তবে গত বুধবার সেটি দেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির কথায়, ‘গতকাল প্রধান সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমাটা আমার খুব ভাল লেগেছে।’ বিচারপতির মুখে প্রশংসা শুনে দিল্লিতে সংসদে দাঁড়িয়েই তাঁর খুশির কথা জানালেন তৃণমূল সাংসদ দেব। বললেন, এটা বিশাল গর্বের বিষয় তাঁর কাছে।
বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসে দেবের সিনেমার প্রশংসা করেন। জানান, বেশ ভালো লেগেছে সিনেমাটি। পাশাপাশি এও স্পষ্ট করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিনামূল্যে বিশেষ আসনে বসে তাঁর সিনেমা দেখার ব্যবস্থা হলেও ৭০ টাকা দিয়ে টিকিট কেটে তিনি সিনেমা দেখেছেন। বিচারপতির কথায়, ‘সিনেমাহলের এক জন আধিকারিক আমায় এসে বললেন, আপনি কেন টিকিট কাটছেন? আপনার টিকিটের জন্য টাকা লাগবে না। এমনকী আপনার জন্য আসনও বরাদ্দ রয়েছে। আমি তাঁকে বলেছি, সিনেমা দেখলে টিকিট কাটবই। তবে আপনি যেখানে খুশি আমাকে বসাতে পারেন। তাতে আমার আপত্তি নেই।’ সিনেমার প্রশংসা শুনে দেব জানালেন, এটা তাঁর কাছে গর্বের বিষয়। তাঁর কথায়, ‘যে কোনও চরিত্র যদি কারও ভাল লাগে এবং সেই মানুষটা যদি অভিজিৎদা হয়ে থাকেন, সেটা বিশাল গর্বের বিষয়। বিচারপতির এই প্রশংসা অনুপ্রেরণা দেবে, যাতে আগাম ছবিতে আরও ভালো কাজ করতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 19 =