দেশে করোনার অ্যাকটিভ কেস ৪ হাজার পার

উৎসবের মরশুমে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণের হার  নতুন করে ভয় ধরাতে শুরু করছে । দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করেছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েছে। বর্তমানে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪। বড়দিন, বর্ষবরণের ভিড়কে মাথায় রেখে দেশজুড়ে সতর্কতা অবলম্বন করছে প্রশাসনও।

গত ২৪ ঘণ্টায় কেরলে মারণ করোনা ভাইরাস কেড়েছে একজনের প্রাণ। ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৩৪। যদিও এর মধ্য়ে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১৫ জন। তবে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট নতুন করে মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট জেএন. ১-এর রূপ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। এর মধ্যে অ্য়াকটিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি কেরলে। এই রাজ্যেই প্রথম জেএন. ১-এর হদিশ পাওয়া গিয়েছিল। একদিনে সেখানে অ্যাকটিভ কেস বেড়েছে ১২৮। যার জেরে শুধু কেরলেই সক্রিয় রোগীর সংখ্যা তিন হাজার টপকে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =