দশমাসের শিশু সন্তানকে খুনের অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

দশ মাসের শিশু সন্তানকে খুনের অভিযোগ স্বামী-সহ শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃত শিশুর মা । সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম মহম্মদ আরিফ (১০ মাস)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর খানেক আগে সাবিনা খাতুনের বিয়ে হয় তালগাছি এলাকার মোক্তার হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসা নিয়ে সাবিনাকে চাপ দেওয়া হত স্বামী শ্বশুর-শাশুড়ি পক্ষ থেকে। এর মধ্যে সাবিনার বাবা মেয়ের নামে কিছু টাকা ব্যাংকে জমা করে। সাবিনার নামে এটিএম কার্ড থাকায় সেই এটিএম কার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সাবিনার স্বামী শ্বশুর এবং শাশুড়ি। তার সঙ্গে সঙ্গে সাবিনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তার দশ মাসের শিশু সন্তানকে কেড়ে নেওয়া হয়। সোমবার সকালে সাবিনা জানতে পারে তার শিশু সন্তান শ্বশুর বাড়িতে মারা গেছে। ঘটনার কথা জানতে পেরে স্বামী শ্বশুর-শাশুড়ি নামে থানায় তার ১০ মাসের শিশুর হত্যার অভিযোগ দায়ের করেন সাবিনা খাতুন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। আটক করা হয় শ্বশুর মহম্মদ ইরফান এবং শাশুড়ি সানোয়ারা বিবিকে। পলাতক সাবিনার স্বামী মুক্তার হোসেন।

মৃত শিশুর মা সাবিনা খাতুন জানিয়েছেন, আমার একাউন্টে কিছু টাকা আমার বাবা দিয়েছিল। সেই টাকা নেওয়ার জন্য আমাকে বারবার স্বামী শ্বশুর-শাশুড়ি চাপ দিত। ওই টাকা না দেওয়ায় আমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং আমার কোলের সন্তানকে কেড়ে নেওয়া হয়। ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে ।হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =