ময়নায় নিপা ভাইরাসে আক্রান্ত যুবক; জেলায় আতঙ্কের কারণ নেই, জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

পূর্ব মেদিনীপুর : রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দু’জনের মধ্যে একজন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। আক্রান্ত ওই যুবক কর্মসূত্রে উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এই খবরে ভেঙে পড়েছে যুবকের পরিবার-পরিজন।

বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে জেলায় আতঙ্কিত না হওয়ার কথা বলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. বিভাস রায়। তিনি জানান, ওই ভাইরাসে আক্রান্তর বাড়ি পূর্ব মেদিনীপুরে হলেও তিনি এখানে আসেননি এবং কারওর সংস্পর্শে আসার সম্ভাবনাও নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সংক্রমণটি তাঁর কর্মক্ষেত্রেই হয়েছে।ডা. রায় আরও জানান, সাধারণ কিছু সাবধানতা অবলম্বন করলেই নিপা সংক্রমণ এড়ানো সম্ভব।

বাদুড়ের লালারস থেকে এই ভাইরাস ছড়াতে পারে, বিশেষত খেজুরের কাঁচা রস পান করলে ঝুঁকি থাকে। তবে খেজুরের রস জ্বাল দিয়ে গুড় তৈরি করে খেলে কোনও আশঙ্কা নেই। পাশাপাশি ফলমূল ভালভাবে ধুয়ে খাওয়া এবং পাখিতে খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =