ময়না : পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা এলাকায় লক্ষ্মীর ভান্ডারের টাকা না মেলায় এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। ময়নার বাগচা ও গজিনা—এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ছ’মাসেরও বেশি সময় ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি মহিলা উপভোক্তা।
এই নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছরের শেষ দিক থেকেই এই দুই পঞ্চায়েতের বহু মহিলা অভিযোগ জানিয়ে আসছিলেন যে তাঁদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না। উল্লেখযোগ্যভাবে, বাগচা ও গজিনা—দুই গ্রাম পঞ্চায়েতই বিজেপির দখলে। সেই কারণেই কি সরকারি প্রকল্পের টাকা বন্ধ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপভোক্তারা।এই পরিস্থিতিতে বাগচা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মিতা মণ্ডল সাউ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি জানান, রাজনৈতিক মতাদর্শের কারণে মহিলাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে।
এর আগে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলেন ক্ষুব্ধ মহিলারা। বিষয়টি নিয়ে বেসরকারি টিভির পর্দাতেও সংবাদ সম্প্রচারিত হয়। কিন্তু তারপরেও সুরাহা হয়নি। আদালতের উপর ভরসা আছে নিশ্চয়ই সুফল মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।এদিকে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী জানান লক্ষীর ভান্ডার যাতে গ্রামের মহিলারা পান তার জন্য যা করার দরকার ছিল পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে শীঘ্রই এই ব্যবস্থা সকলের কাছে পৌঁছে যাবে। ধৈর্য রাখতে হবে।

