সামান্য অদল-বদল, দীপাবলিতে ফুল আর আলোয় বদলে ফেলুন ঘরের অন্দরসজ্জা

দীপাবলি মানে আলোর উত্সব। সেই উত্সবে বাড়ির আনাচ-কানাচ আলোকময় করে তুললে, চারপাশ বেশ সুন্দর দেখতে লাগে।

দীপাবলিতে সহজেই কী করে বেডরুম থেকে লিভিং রুম ঘরের অন্দরসজ্জায় নতুনত্ব আনতে পারেন রইল তারই টিপস।

১. প্রথমেই ঘরের বিছানার চাদর, জানলার পর্দা বদলে ফেলুন।ঘরের সঙ্গে কনট্রাস্ট করতে পারেন, আবার বিছানার চাদরের সঙ্গে মিলিয়ে সাদার ওপর ফ্লোরাল মোটিফ বা গাছপালার মোটিফের পর্দা বেছে নিতে পারেন।পর্দার সামনে ঝুলিয়ে দিন স্টার লাইট বা প্রদীপ লাইটগুলো।ঘরের আনাচ-কানাচে জমে থাকা ধুলো-ময়লা সাফ করে ফেলুন।শোফা থাকলে সুন্দর কয়েকটা কুশন বসিয়ে দিন।

২. সুন্দর কোনও টেবিল ক্লথ পেতে তারওপর রঙিন কোনও টেবিল ম্যাট রাখতে পারেন।ফুলদানিগুলো বদলে ফেলতে পারেন। সেটা সম্ভব না হলে, ফুল বদলে ফেলুন। কৃত্রিম সুন্দর ফুল পাওয়াই যায়, তবে যদি আসল ফুল রাখতে পারেন ঘরের শোভা তো বদলাবেই, সৌরভও ছড়িয়ে পড়বে।

৪. স্বচ্ছ কাচের ফুলদানি ইদানীং ঘর সজ্জায় বেশ জনপ্রিয়। তাতে প্রথমে দিয়ে রঙিন পাথর বা ঝিনুক।তারপর ফুলের বোকে তৈরির ছোট্ট কাঁটায় কোনও বড় গোলাপ বা জারবেরা আটকে ফুলদানির ভেতরে দেওয়া রঙিন পাথরের ওপর বসিয়ে পরিষ্কার জল ঢেলে দিন। ওপরে ভাসিয়ে ভাসমান সাদা বাতি। এক মুহূর্তে ঘরের চেহারাই পাল্টে যাবে।

৫. দীপাবলির গৃহ সজ্জায় অন্য মাত্রা আনে রঙ্গোলি, ফুল ও প্রদীপের ছোঁয়া। গাঁদার মালা দিয়েও নানা রকমের ডেকরেশন করে নিতে পারেন। রঙ্গোলির ওপর প্রদীপ দিয়ে দিন।

৬. মাটি, কাঁসা বা কাচের বেশ বড় আকারের পাত্র নিন।এবছর জলের স্পর্শে জ্বলে ওঠা রকমারি পদ্ম, আইস কিউবের মতো বাতি বেরিয়েছে। জলে সেগুলো ভাসিয়ে দিন।

৭. ঘরের আনাচ কানাচে সুন্দর কোনও পিতলের মূর্তি রেখে তার সামনে মাটির পাত্র বা পিতলের প্লেটে ফুল  দিয়ে সাজিয়ে একটা মাটির প্রদীপ বসিয়ে দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =