গার্ডেনরিচে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল

মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। উদ্ধার করা হয়েছে ১০ জনকে। চলছে উদ্ধারকার্য।
ঘটনাস্থল গার্ডেনরিচ। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের হাজারি মোল্লা বাগান এলাকায় ৫১৩/৫ ব্যানার্জি পাড়া লেন। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, উপস্থিত দমকল বাহিনী।

ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, রাত ১২টার কিছু আগেই ঘটে এই দুর্ঘটনা। আচমকা নির্মীয়মান একটি পাঁচতলা ভবন ভেঙে পড়ে। জানা গিয়েছে, ওই নির্মীয়মান ভবনটি একাধিক ঝুপড়ি বাড়ির ওপর ভেঙে পড়ে আচমকা। স্বাভাবিক ভাবেই আতঙ্ক বাড়ছে হতাহতের সংখ্যা নিয়ে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এই বিপর্যয়ের কারণে জখম বহু মানুষ। উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনকে। চলছে উদ্ধারকার্য। পরিস্থিতি বিচারে অ্যাম্বুলেন্স পরিসেবা প্রস্তুত । রাজ্যের বিরোধী দলনেতা এই ভয়াবহ দুর্ঘটনার খবর শেয়ার করেছেন সমাজমাধ্যমে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন নগরপাল বিনীত গয়াল ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =