রাঁচি : ঝাড়খণ্ডের চাইবাসার সারান্ডার জঙ্গলে বৃহস্পতিবার ভোরে মাওবাদীদের সঙ্গে কোবরা ব্যাটেলিয়ন, সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের গুলির লড়াই শুরু হয়েছে।
সূত্রের খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছে অন্তত ১০ জন মাওবাদী। কোলহান ডিভিশনের ডিআইজি অনুরঞ্জন কিসকোট্টা মাওবাদীদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সারান্ডার জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশন) এস মাইকেল রাজ জানিয়েছেন, এখনও গুলির লড়াই চলছে। সূত্রের খবর, কিরিবুরু থানা এলাকার কুম্বাডিহি গ্রামে বৃহস্পতিবার ভোর থেকে গুলির লড়াই শুরু হয়।

