শহরের বুকে অস্ত্র হাতে ঘুরছে একদল ব্যক্তি। যা নিয়ে চাঞ্চল্য হাবড়ায়। পরে পুলিশি দলটিকে অস্ত্র-সহ ফেরত পাঠিয়ে দিল। বৃহস্পতিবার সকালে বনগাঁ রামশংকরপুর এলাকা থেকে জনা পঞ্চাশের একটি দল গাজন উপলক্ষ্যের সং সেজে মিনি ট্রাকে করে হাবড়াতে এসেছিল। মূলত, তাদের উদ্দেশ্য ছিল গাজন উপলক্ষে এলাকার দোকানগুলি থেকে চাঁদা সংগ্রহ করা। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। তবে গায়ে কালি মেখে সং সাজা গাজোল সন্ন্যাসীদের ওই দলটি হাবড়ায় আসার পর প্রত্যেকের হাতে বড় বড় অস্ত্র নিয়ে শহরের রাস্তায় ঘুরছিল। আর তা দেখেই পুলিশ আপত্তি জানায়। কোনও রকম ঝুঁকি না নিয়ে এই দলটিকে অস্ত্রগুলো এক জায়গায় বস্তায় ভরে পুনরায় এলাকা ছাড়তে বলা হয়। যদিও সকাল সকাল শহরের রাস্তায় ওই দলটিকে এভাবে অস্ত্র হাতে ঘুরতে দেখে অনেকেই ভড়কে যায়। হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরিতে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।